আমাদের ব্যবসার শুরু থেকেই ব্র্যান্ডিং এর প্রতি গুরুত্ব দেওয়া দরকার, ভাবতে পারেন ব্র্যান্ডিং বলতে বুঝি অ্যাপেল, গুগল, ম্যকডোনাল্ডস কিংবা দেশের সুপরিচিত কোম্পানি গুলোর জন্যই প্রযোজ্য। কিন্তু ব্যবসায়িক নিমিত্তে, ছোট বা বড় পরিসরে শুরু থেকেই ব্র্যান্ডিং সম্পর্কে ভাবা দরকার।
এদিকে অনেক উদ্যোক্তা ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর মধ্যে পার্থক্য করেন না। ভেবে থাকেন শব্দ দুটি একই। তাই মার্কেটিং নিয়ে কাজ করলেই ব্র্যান্ডিং কাভার হয় বলে মনে করে থাকেন।আসলে ব্র্যান্ডিং এবং মার্কেটিং দুটি স্বতন্ত্র ধারণা।ব্র্যান্ডিং দিয়ে বোঝায় একটা ব্যাবসা প্রতিষ্ঠান কেমন? তার নিজস্বতা, সুনাম, অভিজ্ঞতা ও তার প্রতি গ্রাহক বা ক্রেতার প্রত্যাশা। ক্রেতার বিশ্বস্ততা এবং স্বীকৃতির পেছনে চালিকা শক্তি হিসেবে ব্র্যান্ডিং কাজ করে।
অর্থাৎ পণ্য, সেবা ও ব্যবসার ব্যপারে ক্রেতার সহজে মূল্যায়নের একটি ভাল উপায় ব্র্যান্ডিং।অন্যদিকে মার্কেটিং হল সেলস ও রেভিনিউ বৃদ্ধির কৌশল, নতুন ক্রেতা তৈরি এবং বাজারের আধিপত্য আস্তে আস্তে দখল করার কৌশলী কর্মপন্থা।
তার মানে ব্র্যান্ডিং আপনার ব্যবসায় পরিকল্পনার একটি অংশ। আর মার্কেটিং ব্র্যান্ডের শক্তি বাড়িয়ে ব্যাবসা, পণ্য ও সার্ভিস কে প্রমোট করার সহায়িকা।
আপনি চাইলে আপনার প্রোডাক্ট ব্রান্ডিং এর জন্য আমাদের এর সাথে যোগাযোগ করতে পারেন।
639850312037
contact.softsolutiontech@gmail.com
অফিস : Ground Floor, Block-B, Shop Number 19-20, Younus Mir Shopping Complex, Ashulia, Savar, Dhaka